এবার ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীর এর বাড়িতে থাবা বসাল করোনা। তাই গম্ভীর নিজেও আইসলেশনে রয়েছেন।
দিল্লিতে করোনা সংক্রমণ এখন মহারাষ্ট্র কেও পিছনে ফেলে দিয়েছে যা এখন চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।গত 24 ঘণ্টায় দিল্লিতে 6872 জন নতুন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।
আতশবাজি পোড়ানোয় সংক্রমণ বাড়ার আশঙ্কা থেকে আতশবাজি পোড়ানোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
শুক্রবার ক্রিকেট সাংসদ টুইট করে জানান একথা। ইতিমধ্যে তার পরিবারের একজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনিও করোনা টেস্ট করিয়েছেন কিন্তু তার রিপোর্ট এখনও হতে আসেনি।




0 Comments