রানি মুখোপাধ্যায়ের বিপরীতে ' মেহেন্দি' ছবিতে অভিনেত বলিউড অভিনেতা ফারাজ খান প্রায় এক মাস বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে বুধবার সকালে ৫০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নয়ের দশকের এই অভিনেতা।

             পরিবার সূত্রে জানা গিয়েছে,অনেকদিন ধরেই তিনি সর্দি কাশি তে ভুগছিলেন। সেখান থেকেই বুকে সংক্রমণ হয়, আচমকাই গুরুতর আকার ধারন করে মস্তিষ্কে ছড়িয়ে পড়ে। হাসপাতালে ভর্তির পর তার অবস্থা আরও সংকটজনক হয়।ফরাজের চিকিৎসার জন্য আর্থিকভাবে সাহায্য করেছিলেন সালমান খান ও পূজা ভাট। বুধবার সকালে অভিনেত্রী পূজা ভাট টুইট করে এই অভিনেতার মৃত্যু সংবাদ জানান।